ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। রিপন মণ্ডলের বোলিং আর জিসান আলমের হাফ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে তারা ৬ উইকেটে হারিয়েছে। আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার দলটি ৯ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিসিবি এইচপি।
টিআইও স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া ক্যাপিটাল। কিন্তু রিপন মন্ডল ও আবু হায়দার রনির বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানেই থেমে যায় দলটির ইনিংস। দলের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ওপেনার মিচেল ম্যাকনামরা। এছাড়া স্কট মুরন ২০, টেইলর হায়েস ১৫* এবং জ্যাক ম্যারন ১৪ রান করেন। আর কেউ দুই অংকে যেতে পারেননি।
৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। এছাড়া আবু হায়দার রনি নিয়েছেন ২টি আর রকিবুল হাসান একটি। ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫১ রানের ওপেনিং জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও জিসান আলম। ব্যক্তিগত ১৮ রান করে জুনিয়র তামিম সাজঘরে ফিরলে জুটি ভাঙে তাদের। এরপর পারভেজ হোসেনকে সঙ্গে নিয়ে জিসান গড়েন আরও ৪৪ রানের জুটি। পারভেজ ২৪ বলে ২৩ রান করে আউট হন। পারভেজের আউটের পর জিসানও বিদায় নেন। তার আগে অবশ্য দলের জয়টাকে নিশ্চিত করে দিয়ে যান এই তরুণ। ৩৬ বলে ১ চার ও ২ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন তিনি। এরপর আফিফ হোসেন (১৮ বলে ১৭) দলকে জয়ের আরও কাছে নিয়ে যান। ফিনিশিং টাচ দেন আকবর আলী (৫*) এবং শামীম পাটোয়ারী (১*)। তাতে ২০ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এইচপি দল। অস্ট্রেলিয়ার দলটির বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন জ্যাক স্মিথ।