নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা জামায়াতে ইসলামীর পূর্ব শাখার আমীর মাস্টার নুরুন্নবীকে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যশোর শহরস্থ বাদশা ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, মাস্টার নুরুন্নবী বাদশা ফয়সাল ইসলাম ইন্সটিটিউটের প্রধান শিক্ষক। মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি স্কুল থেকে বের হয়ে গেটের সামনে গেলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মণিরামপুরের একটি নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।