ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল চলমান সিরিজ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন, “জাতীয় দলের অধিনায়কত্ব এখন অনেকটা খেলায় পরিণত হয়ে গেছে।” তাঁর মতে, সিরিজ চলাকালে ক্রিকেটের বাইরের নানা বিষয় এবং অধিনায়ককে ঘিরে বিতর্ক দলে নেতিবাচক প্রভাব ফেলছে।
ফেসবুক স্ট্যাটাসে বুলবুল বলেন, 'একটি সিরিজের আগে আমাদের কত কিছু বিশ্লেষণ করতে হয়, যেমন - প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা, দলের সঠিক কম্পোজিশন, কৌশলগত পরিকল্পনা এবং দলের পারফরম্যান্স। এই সমস্ত বিষয় মাথায় রেখে বাইরের বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়া উচিত নয়।'
বোর্ডের দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, 'বোর্ডের দায়িত্ব অধিনায়ককে ফোকাসে রাখা এবং পুরো দলকে খেলায় মনোযোগী হতে সহায়তা করা। এসব বিষয়ে সঠিক মনোযোগ না দিলে ধারাবাহিক পারফরম্যান্স সম্ভব নয়।'
বুলবুলের মতে, সম্প্রতি ক্রিকেট নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা কমে যাচ্ছে। ইনিংস গঠনের কৌশল, দুর্দান্ত বোলিং স্পেল, চমৎকার ফিল্ডিং বা বোলিং পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা প্রায় হারিয়ে গেছে, 'এ ধরনের বিশ্লেষণ না থাকলে দলের উন্নয়ন ও ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হয়।'