নিজস্ব প্রতিবেদক : যশোরে জাতীয় ভিটামিন ‘এ—প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রসাশক মোহাম্মাদ আবরাউল হাসান মজুমদার। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে শহরের নিউ মার্কেট শিশু হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের সাথে যশোরেও ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙয়ের একটি ক্যাপসুল খাওয়ানো হয়।
এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় তিন লাখ ৩৩হাজার ২০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ কাজে ৫ হাজার ৫৫৮জন কর্মী কাজ করেছে। তবে দুর্গম অঞ্চল ও বাদ পড়া শিশুদের জন্য এ ক্যাম্পেইন চারদিন চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রসাশক মোহাম্মাদ আবরাউল হাসান মজুমদার বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ করে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শারীরিক বৃদ্ধি হয়, বিভিন্ন সংক্রামক রোগ কমে যায়। তাই শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, কেউ কোনো গুজবে কান দেবেন না বলে অভিভাবকদের সচেতন করেন তিনি।
ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার আক্তারুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ, শিশু হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নূরে হামিম প্রমুখ।