সমাজের কথা ডেস্ক : শিশু আনন্দমেলার মধ্য দিয়ে শুরু হলো জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। আজ ১৩ অক্টোবর এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি হাসান হাফিজ, যুগ্মসম্পাদক আশরাফ আলী, সদস্য শাহানাজ পারভিন পলিসহ ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সাংবাদিক ও সদস্যরা। ক্লাবের বিভিন্ন অডিটোরিয়ামে নানা সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, প্রতি বছর শিশুদের রং তুলির খেলার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শুরু হয়েছে। প্রতিবছর এই অনুষ্ঠান উপভোগ করে শিশুরা। এবারও সবার মধ্যে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। অংশগ্রহকারী সবাই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, সাতদিনব্যাপী এ আয়োজনে শুরু হয়েছে শিশুরদের ছবি আকার মধ্যে দিয়ে। কারণ ভবিষ্যতের মশাল ছোট বাচ্চাদের হাতে তুলে দিতে চায় চাই।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশু আনন্দমেলা ও ক্লাবের সদস্যদের নিয়ে দাবা প্রতিযোগিতা ১৩ ও ১৪ অক্টোবর। সদস্যদের স্পেড ট্রাম্প প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী ১৫ ও ১৬ অক্টোবর। নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা ১৬ আক্টোবর।
১৭ ও ১৮ অক্টোবর সদস্যদের টেবিল টেনিস প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষদিন ২০ অক্টোবর ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা, সকালে পুরস্কার বিতরণী, সন্ধ্যায় কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র্যাফেল ড্র এর মধ্যে দিয়ে শেষ হবে জাতীয় প্রেস ক্লাবের বর্নিল আয়োজন।