সমাজের কথা ডেস্ক : বিএনপি এখন স্বীকৃত জনবিচ্ছিন্ন একটি দল। তারা এখন আর বিরোধী দল নয়, জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টি।
৮ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’র পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, আবারও সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি। ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা (বিএনপি) শুধু মানুষ মারে না, বিদেশিও মারে। তাবেলা সিজারকে হত্যা করল, জাপানি একজনকে হত্যা করল। খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরুকে হত্যার চেষ্টা করা হয়েছে। মসজিদের ইমামকে হত্যার চেষ্টা হয়েছে। সেই কথা কিন্তু এদেশের মানুষ ভোলেনি। সেই সন্ত্রাস, জঙ্গিবাদের কথা এদেশের মানুষ ভোলেনি।