নিজস্ব প্রতিবেদক : যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে নানা কর্মসূচিতে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ কালরাত স্মরণে দিবসটি উপলক্ষে গতকাল শোকর্যালি, মোমবাতি প্রজ্বালন, স্মরণসভা ইত্যাদি।
জাতীয় গণহত্যা দিবসে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আলোক মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের নেতৃতে টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চ থেকে একটি আলোক মিছিল রওশন আলী মঞ্চ গিয়ে শেষ হয়।
এর আগে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বক্তব্যে বলেন, ২৫ মার্চ ছিল বাঙালির ইতিহাসের কালরাত। এটি মানব সভ্যতার ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে নিরস্ত্র বাঙালির ওপর চালায় ইতিহাসের নৃশংসতম গণহত্যা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেয়ায় পাকিস্তানের সামরিক জান্তার সেই লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হয়নি। বীর বাঙালি সশস্ত্র যুদ্ধ করে ছিনিয়ে এনেছে লাল-সবুজের বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, স্থানীয় সরকারে উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু প্রমুখ। এর আগে যশোরে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো কবিতা আবৃত্তি করে।
এদিকে, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ও সরকারি মহিলা কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৃথক দুটি আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হামলা চালিয়েছিল। তার ক্ষত আজও শুকায়নি। যা ইতিহাসের এক নারকীয় হত্যাযজ্ঞ।
সরকারি এম এম কলেজের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। এসময় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এস এম শফিকুল ইসলাম, গণহত্যা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর জিল্লুল বারী প্রমুখ।
এদিকে সরকারি মহিলা কলেজের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষরে সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, উদযাপন কমিটির আহ্বায়ক নাসিরুল ইসলাম প্রমুখ।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের নোমানী ময়দানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে শহিদদের স্মরণে নোমানী ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
শালিখা প্রতিনিধি জানান, মাগুরার শালিখাতে ভয়াল ২৫ মার্চ উপলক্ষে এক আলোচনাসভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের ডা.মো. আবজাল হোসেন, পিআইও রাজিবুল ইসলাম।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বধ্যভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে বধ্যভূমিতে ও শহিদ স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশুসহ জেলার প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা সভা শনিবার দুপুরে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক, আব্দুল মজিদ, কৃষ্ণপদ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, ২৫ মার্চ কালরাতে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পাইকগাছায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কপিলমুনি বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও পাইকগাছা থানার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নিহত সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, রবীন্দ্রনাথ দে, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রণজিৎ কুমার সরকার, জামাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি ও মাজহারুল ইসলাম মিথুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম।
কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন আলহাজ এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মুস্তাইন বিল্যাহ, শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত কুমার সরকার, ইউআরসি লোকমান হোসেন, প্রধন শিক্ষক এস এম খায়রুল আলম, শিক্ষার্থী শীর্ষ বৈরাগী প্রমুখ।
ফুলতলা (খুলনা) প্রতিনিধি জানান, জাতীয় গণহত্যা দিবস স্মরণে উৎস সাংস্কৃতিক সংসদ ফুলতলার উদ্যোগে শনিবার সন্ধ্যায় শহীদ আসাদ রফি গ্রস্থাগারে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর এক আলোচনা সভা সংসদের আহবায়ক টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংসদের সদস্য সচিব প্রভাষক অলিপ বিশ্বাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক ও গবেষক বিধান দাসগুপ্ত, গাজী নওশের আলী, প্রভাষক হাবিবুর রহমান, মাসুম মনসুর, আপন রায়, সঞ্চয় সরকার, বাধন কুন্ডু, শুভ কুন্ডু, ডালিম গাজী, মৃনাল কান্তি মন্ডল প্রমুখ।