ক্রীড়া ডেস্ক : ইনিংসের শেষ বলে ফাজালহাক ফারুকির ফুল লেংথ ডেলিভারি লং অফ দিয়ে ছক্কা মারলেন জাকের আলি। এর সৌজন্য আড়াইশ ছুঁয়ে ফেলল বাংলাদেশ।
টসের সময় বাংলাদেশকে ২৪০ রানের ভেতরে আটকাতে চাওয়ার লক্ষ্যের কথা বলেছিলেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। তাদের হতাশ করে ৭ উইকেটে ২৫২ রান করেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের মতো এবারও দ্বিতীয় ও তৃতীয় উইকেটে পঞ্চাশছোঁয়া জুটি পেয়েছে বাংলাদেশ। তবে ব্যক্তিগত ফিফটি করতে পেরেছেন শুধু নাজমুল হোসেন শান্ত। ৭৭ রান করতে তিনি খেলেছেন ১১৯ বল।
এছাড়া সৌম্য সরকার ৩৫, তানজিদ হাসান ২২ ও মেহেদী হাসান মিরাজ করেন ২২ রান। পরে তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহরা হতাশ করলে শেষ দিকে দুইশ হওয়া নিয়েই শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ।
অভিষিক্ত জাকের ও এই ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর ওয়ানডেতে ফেরা নাসুম আহমেদের ক্যামিও ইনিংসে আড়াইশ ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৭ রান করেন জাকের। ওয়ানডে অভিষেকে অন্তত তিনটি ছক্কা মারা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি করে চার-ছক্কায় ২৫ বলে অপরাজিত ৪৪ রান করেছিলেন সাব্বির।
নাসুমের ব্যাট থেকে আসে ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৫ রান।
আফগানিস্তানের হয়ে ৩ উইকেট নেন নানগেয়ালিয়া খারোটে। মাত্র ৩২ রানে ২ উইকেট পান রাশিদ খান। ফাজালহাক ফারুকি ৭ ওভারে খরচ করেন ৬৯ রান।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ : ৫০ ওভারে ২৫২/৭ (তানজিদ ২২, সৌম্য ৩৫, শান্ত ৭৭, মিরাজ ২২, হৃদয় ১১, মাহমুদউল্লাহ ৩, জাকের ৩৭*, নাসুম ২৫, তাসকিন ২*; ফারুকি ৭-০-৬৯-০, গাজানফার ১০-০৩৫-২, নাবি ১০-০-৪৯-০, নাইব ২-০-১০-০, ওমারজাই ৩-০-২৩-০, রাশিদ ১০-০-৩২-২, খারোটে ৮-০-২৮-৩)