নিজস্ব প্রতিবেদক : যশোরের আব্দুল্লা আল মামুন (২৮) নামে এক যুবক জলবসন্ত (চিকেন পক্স) রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার দুপুরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আব্দুল্লাহ আল মামুন কেশবপুর পৌরসভার বাজিতপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলমের ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন গত ৫/৬দিন আগে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় স্থানান্তরের জন্য স্বজনদের পরামর্শ দেন। পরে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য খুলানায় নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, জলবসন্ত (চিকেনপক্স) রোগে আক্রান্ত আব্দুল্লাহ আল মামুনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। জলবসন্ত রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি ওই রোগীর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। দুপুর ১টার দিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয়। হাসপাতাল থেকে খুলনা নেওয়ার সময় ওই রোগী মারা যান।
যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ^াস জানিয়েছেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রোগীর মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি আরও বলেন, স্বজনরা আক্রান্ত আব্দুল্লাহ আল মামুনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনেন। পরে খুলনায় নেওয়ার পথে তিনি মারা যায়। রোগীর বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। পরবর্তিতে বিস্তারিত বলা যাবে।