নিজস্ব প্রতিবেদক : জালিয়াতির অভিযোগে পুলিশের এক কর্মকর্তা ও তার ভাইয়ের নামে যশোর আদালতে একটি মামলা হয়েছে। রোববার চৌগাছার মুক্তারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে আসামিদের ভাই ঝিকরগাছার কাগমারী গ্রামের বাসিন্দা নুরুল হুদা বাদী হয়ে এ মামলা করেছেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন রেজাউল বিশ্বাসের দুই ছেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি এসআই আব্দুল হাই ও লিটন।
মামলার অভিযোগে জানা গেছে, মুক্তারপুর গ্রামের রেজাউল বিশ্বাসের মৃত্যুর পর তার ১১১৬ ও ১১১৭ দাগের ৩০ শতক ও ১৪০৫ দাগের ২৭ শতক মোট ৫৭ শতক নুরুল হকের দখলীয় জমি আসামিরা জোর করে দখলের চেষ্টা করে।
এরমধ্যে আসামিরা এ জমির নামপত্তনের জন্য সহকারী কমিশনার (ভূমি) অফিসে আবেদন করলে নুরুল হক, সাছুর রহমান ও মিজানুর রহমানকে অবহিত করে।
সহকারী কমিশনারের অফিসে খেঁাজ নিয়ে তারা জনতে পারে আসামিরা ১১১৮, ১১১৯ ও ১১২২ দাগের মোট ৫৭ শতকজ জমি হেবা দলিল করে নিয়ে তাদের পিতার কাছ থেকে। আসারিমরা কৌশলে তাদরে হেবা দলিলের দাগের পরিবর্তে ঘষামাজা ও জালিয়াতি করে ১১১৬, ১১১৭ ও ১৪০৫ দাগ বসিয়ে নামপত্তন করার জন্য আবেদন করে।
এরপর পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে আসামিরা জালিয়াতির বিষয়টি স্বীকার করে এবং বাড়াবাড়ি করলে খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।