নিজস্ব প্রতিবেদক : যশোরে জমি নিয়ে বিরোধে মা’কে হত্যার পর মৃতদেহ মাটিতে পুঁতে রাখার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে নিহত সোনাবানুর (৪০) মৃতদেহ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার ফতেপুর সন্ন্যাসী বটতলা এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সোনা বানু ফতেপুর গ্রামের মৃত আলতাফ মোলস্নার দ্বিতীয় স্ত্রী। এঘটনায় তার সোনাবানুর ছেলে আরিফ হোসেন ও তার স্ত্রী ইভাকে জিজ্ঞাসাবাদের আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সোনা বানুকে শ্বাসরম্নদ্ধ করে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখে তার আপন ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
নিহত নারীর স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুরে নিহতের বাড়ির কিছু দূরে একটি বাগানের ভিতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান স্বজনরা। এরপর পুলিশ এসে মাটি খুড়ে একটি ছোট গর্ত থেকে সোনাবানুর মরদেহ উদ্ধার করেন। মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিলো। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদšেত্মর জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনদের দাবি, সোনাবানু স্বামী মারা যাবার পর এক সšত্মান নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। সেই স্বামীর প্রথম স্ত্রীর সšত্মান ছিলো। দ্বিতীয় স্বামীর ঘরে সোনাবানুর আরও দুটি সšত্মান হয়। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে নিজ ছেলে ও সতীনের ছেলের সাথে বিরোধ শুরম্ন হয়। ওই জমি নিয়ে বিরোধ নিয়ে এ হত্যাকা- ঘটতে পারে।
যশোর কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রাšত্ম বিষয়ে সোনা বানুকে শ্বাসরম্নদ্ধ করে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রেখেছে তার আপন ছেলে। ছেলে আরিফ হোসেন ও তার স্ত্রী ইভাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।