মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে জমি দখল নেয়ার চেষ্টা হয়। এ সময় দখলকারীরা ওই জমির গাছপালা ও ভেড়ির মাটি কেটেফেলে। উপায় না পেয়ে জমির মালিক সানকিভাঙ্গা গ্রামের লিয়াকত আলী হাওলাদার ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করে।
জানাগেছে, লিয়াকত আলী হাওলাদারের ভোগদখলীয় ২৩ শতক জমি দখলের উদ্দেশে প্রতিপক্ষের লোকেরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে জমির ঘেরা—বেড়া ও বিভিন্ন ধরনের ফসলের গাছ কেটে ফেলে এবং ভেড়িবাঁধ মাটির সাথে মিশিয়ে দেয়। এতে লিয়াকত আলীর কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।