প্রশ্ন : এক আলেম হজ করে জমজমের পানি নিয়ে এলে আমরা তা দাঁড়িয়ে পান করলাম। তখন তিনি ধমক দিয়ে বসিয়ে দেন এবং বলেন, আল¬াহর রাসুল (সা.) ভিড় থাকার কারণে জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। তাই ভিড় থাকলে জমজমের পানি দাঁড়িয়ে পান করা জায়েজ, অন্যথায় জায়েজ নেই। জানার বিষয় হলো জমজমের পানি পানের সুন্নত তরিকা কী?
উত্তর : জমজম পানি সাধারণ অবস্থায় দাঁড়িয়ে—বসে দুভাবেই পান করা জায়েজ। ভিড় না থাকলে দাঁড়িয়ে পান করা জায়েজ নেই প্রশ্নের এ কথা ঠিক নয়। ভিড় ছাড়াও জমজম পানি দাঁড়িয়ে পান করা যে জায়েজ আছে এ সম্পর্কে ফিকহ—ফতোয়ার অনেক কিতাবে এবং হাদিসের শরাহগ্রন্থসমূহে উলে¬খ আছে। উপরন্তু হজরত রাসুলুল¬াহ (সা.) জমজম পানি দাঁড়িয়ে পান করেছেন এ হাদিসের ভিত্তিতে বহু ফকিহ ও মুহাদ্দিস জমজম পানি দাঁড়িয়ে পান করাকে উত্তম ও আদব বলেছেন।
আর রাসুলুল¬াহ (সা.) মূলত ভিড়ের কারণেই জমজম দাঁড়িয়ে পান করেছেন এটি কোনো সুনিশ্চিত ও চূড়ান্ত কথা নয় এবং তা হাদিস ও আসার দ্বারা প্রমাণিতও নয়; বরং ফিকহ ও হাদিসবিশারদগণ রাসুলুল¬াহ (সা.)—এর দাঁড়িয়ে জমজম পান করার সম্ভাব্য কয়েকটি কারণ উলে¬খ করেছেন। তন্মধ্যে একটি ভিড়ের কারণকেও উলে¬খ করেছেন। তারা আরও যে সব কারণকে উলে¬খ করে থাকেন তা হলো
১. জমজম পানি দাঁড়িয়ে পান করাও যে জায়েজ তা বোঝানোর জন্য।
২. বসার যথাযথ ব্যবস্থা না থাকা অর্থাৎ পান করার স্থানটি ভেজা হওয়ার কারণে তিনি দাঁড়িয়ে পান করেছেন।
সুতরাং এসব কারণের মধ্যে শুধু একটিকে গ্রহণ করে বাকিগুলোকে এড়িয়ে যাওয়া আদৌ ঠিক নয়।