বিশেষ প্রতিনিধি : রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিদেশ গমনের প্রবনতা যশোরের তরম্ননদের মধ্যে তুলনামূলক কম। বিগত পাঁচ বছরের হিসেবে যশোর থেকে বিদেশ গেছে মাত্র ৩৫ হাজার ৬শ জন। জেলাগুলোর বিবেচনায় যশোরের অবস্থান ২৭ তম।
যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)তে ‘গর্ভনেন্স ইন মাইগ্রেশন এ কালেক্টিভ রেসপনসিভিলিটি’ শীর্ষক সেমিনারে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলম এ তথ্য উপস্থাপন করেন। শনিবার দুপুরে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন পশ্চাৎপদ এ জেলাকে এগিয়ে নেয়ার লড়্গ্েয সম্ভাব্য সকল কর্মকান্ড পরিচালিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলম যশোরের কৃতিসšত্মান হিসেবে এ কার্যক্রমকে এগিয়ে নিতে চান।
প্রধান অতিথি বলেন, গত পাঁচ বছরে এ জেলা থেকে ৩৫ হাজার ৬৫৬ জন প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেছেন। এরমধ্যে ২০১৮ সালে ৯ হাজার ৬১২ জন, ২০১৯ সালে ৫ হাজার ৭৯৯জন, ২০২০ সালে এক হাজার ৮০৫ জন, ২০২১ সালে ৫ হাজার ৪১ জন। সর্বশেষ ২০২২ সালে বিভিন্ন দেশে গেছেন ১৩ হাজার ৩৯৯ জন। তিনি বলেন যশোরকে জন রপ্তানীতে প্রথম হওয়ার জন্যে সকলকে কাজ করতে হবে জানিয়ে বলেন, যশোরে অনেক প্রথম হওয়ার ঐতিহ্য রয়েছে, জনশক্তি রপ্তানীতে কেনো পিছিয়ে থাকবে?
এ সেমিনারে জেলার ৪৭ টি স্কুল ও মাদ্রাসা প্রধানরা অংশনেন। বিদেশগামীদের সংখ্যা বাড়াতে প্রধান অতিথি কারিগরি শিক্ষায় দড়্গ হওয়ার আহবান জানান।
প্রধান অতিথি আরো বলেন, সরকার দক্ষ মানব সম্পদ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য সাধারণ শিক্ষার মতো কারিগরি শিক্ষার বি¯ত্মার ঘটানো হচ্ছে। দেশের প্রত্যšত্ম এলাকার বিদ্যালয়গুলোতে কারিগরি শাখার অনুমোদন দেওয়া হচ্ছে। কারিগরি শাখায় শিক্ষার্থী বাড়াতে অভিভাবকদের সচেতন ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে।
এ জন্যে সরকার প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভরতার দিকে নিয়ে যেতে কাজ করছে। আগামী বিশ্ব মোকাবেলায় দেশের জনগণকে জণশক্তিতে রূপাšত্মরিত করতে হবে। দড়্গ কর্মী তৈরি করে বিশ্ব বাজারে নিজেদের অবস্থান সৃষ্টি করতে হবে। বিদেশে যেতে কেউ দালালের খপ্পরে পড়লে আইনি সহায়তা নেওয়ারও পরামর্শ দেন এবং এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসারদেরকে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দালালদের শা¯িত্মর আওতায় এনে দৃষ্টাšত্ম স্থাপন করার আহ্বান জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম গোলাম আযম ও টিটিসি যশোরের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন ভূইঞা।