সমাজের কথা ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এক সময়ের কল্পনা ছিল। এখন তা চরম বাস্তবতা। অবিশ্বাস্য গতিতে এই প্রযুক্তির বিকাশ হচ্ছে। কিন্তু ভয়ের কথা হচ্ছে— এআই প্রযুক্তির অপব্যবহার করে শুরু হয়েছে নর—নারীর অশালীন সব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার কুৎসিত প্রতিযোগিতা। বিনোদন জগতের তারকারা যার বেশিরভাগ শিকার হচ্ছেন। হলিউড থেকে শুরু করে বলিউড— সবখানের জনপ্রিয় তারকাদের ডিপফেক ছবিতে এখন সয়লাব সামাজিক মাধ্যম।
বর্তমানে ডিপফেক ছবির শিকার হয়েছেন আমেরিকার জনপ্রিয় গায়িকা টেইলর সুইফট। এখন নেট দুনিয়ায় ভাইরাল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তার ভুয়া ছবি। বিশ্বের বিনোদন দুনিয়া যা নিয়ে এখন তোলপাড়।