নিজস্ব প্রতিবেদক : যশোর—৫ (মণিরামপুর) আসনের অলিতে—গলিতে পাড়া মহল্লায় ও বাজারের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সাধারণ ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন প্রচার প্রচারণা, গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন স্বতন্ত্র এমপি প্রার্থী এস এম ইয়াকুব আলী।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈগল মার্কার নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এসময় এস এম ইয়াকুব আলী বলেন, আপনাদের সার্বিক উন্নয়নের জন্য আমি এবার স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাকে একটু সার্বিক সহযোগিতা করেন এবং আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেকে একটি ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা জনগণই পারেন আমাকে সংসদে পাঠাতে।
তিনি আরো বলেন, ইতি মধ্যেই আমার নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমার বিশ্বাস স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ। কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ঈগল মার্কায় ভোট দিবেন। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ।
পথসভায় উপস্থিত ছিলেন হরিদাসকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিরাঞ্জন বিশ্বাস, হরিদাসকাটি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুকৃতি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা বিএম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাবলুর রহমান, প্রদীপ হালদার, নিত্য বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।