সমাজের কথা ডেস্ক : চলমান কারফিউ ও কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে দেশজুড়ে কমেছে লোকসমাগম, বন্ধ রয়েছে বেশিরভাগ রেঁস্তোরা। ফলে খাদ্য সংকটে পড়েছে হাজারো পথ কুকুরেরা। অবলা এসব প্রাণী কারফিউ বা কোটা আন্দোলন বোঝে না, তারা বোঝে শুধু ক্ষুধার কষ্ট। তাই খাদ্য সংকটে এখন দিক-বিদিক ছোটাছুটি করছে এসব অবলা প্রাণী। তবে চারদিকের এত সংঘাতের রক্তপাতের মাঝেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দেখা গেল হৃদয় ছুয়ে যাওয়া মানবিক দৃশ্য। ঢামেক হাসপাতালে শুক্রবার দেখা যায় কয়েক ব্যাগ ভর্তি খাবার নিয়ে ছিন্নমূল কুকুরদের খাওয়াচ্ছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসক।
কারফিউ শুধু মানুষ নয়, বর্তমান সময়ের প্রভাব ফেলেছে পশুপাখির জীবনেও। ফেলে দেওয়া পচা-বাসি খাবারের ওপর প্রাণীগুলো যে খাবারের প্রয়োজন মেটাতো, এখন তা বাধাগ্রস্ত। তাই নিজ খরচে বোবা প্রাণীগুলোকে খাবার খাওয়াচ্ছেন তিনি।