বেইলি রোডের বিভীষিকায় ঝরলো বহু প্রাণ,
হৃদয়মাঝে বইছে বুঝি কষ্টে¯্রাতের বান!
আগুন লেগে পুড়ছে ভবন মরছে বোন আর ভাই,
রুখতে আগুন, সচেতন আর সতর্কতা চাই।