ইচ্ছে হলেই অনলাইনে দিচ্ছি লিখে যা—তা,
আমার পেজে লিখবো আমি কি আর হবে ছা—তা!
কিন্তু জেনো, হলে গুজব পড়বে ধরা ফাঁদে,
ভুল খবরে শাস্তি আছে চাপবে বোঝা কাঁধে!