মোটর জুড়ে রিকসা ভ্যানে ছুটছে চালক উড়ে,
ইচ্ছেমতো জট বাঁধিয়ে দিচ্ছে শহরজুড়ে!
খেয়াল খুশি চলেন চালক মন যেখানে চায়,
দুর্ঘটনা ঘটলে ঘটুক কী বা আসে যায়!