বাংলা আমার মায়ের ভাষা বাংলাতে গান গাই,
বাংলা আমার স্বর্গসুধা প্রাণের পরশ পাই!
ভাষার লাগি লড়াকু বীর যোদ্ধা শহিদ যত,
ভাষার মাসে তাদের প্রতি শ্রদ্ধায় অবনত!