বিরাট রাজার ঢিবি খঁুড়ে মিললো অনেক নিদর্শন,
গবেষণায় আসবে উঠে আছে এতে কী দর্শন!
হাজার বছর আগের জীবন মাটির নিচে লুপ্ত,
মানুষ ভাবে, আছে পেঁাতা সোনা—দানা গুপ্ত!