শীতের দিনে শিল্পকলায় দারুণ আয়োজন,
পিঠাপুলি উপভোগের সময় যে এখন!
গুড়—পাটালি রসের পিঠে মন করে আনচান,
সাথে আছে বাউল সুরে মনকাড়া সুর—গান!