মাঘের শীতে হাড়ে কাঁপন কাঁপছে চরাচর,
বাইরে যেতে মন টানে না কাজেকর্মে ডর!
বস্ত্রবিনে শীতের কামড় ছিন্নমূলের গায়,
অসহায় এ মানুষগুলো একটু দরদ চায়!