বাটি চালান দিয়ে খঁুজি খাঁটি খেজুর গুড়,
নকল—ভেজাল চক্করেতে আসল বহুদূর!
সবাই বলে, আছে খাঁটি— চেনার উপায় কী?
ক্রেতা বলেন, ‘ক্যামনে কিনি— অনেক ঠকেছি!’