ছোট্ট ছেলে বুকে নিয়ে ফিরছিল মা বাড়ি,
নাশকতায় প্রাণ যে গেলো পুড়লো রেলের গাড়ি।
পুড়লো আরও মানুষ কয়েক কী যে ছিল দোষ?
আগুন দিয়ে মারলো কারা কিসের তাদের রোষ?