জাতির পিতার আহ্বানে যুদ্ধে যাওয়ার ডাক, নয়টি মাসের তুমুল লড়াই নিপাত হলো পাক্। লাখো শহিদ প্রাণের দামে কিনলো স্বাধীন দেশ, রাত পোহালেই বিজয় দিবস মনে খুশির রেশ।