দিনে দিনে যাচ্ছে কমে বইয়ের প্রতি টান,
খোলা গলায় গায় না কেউ আজ বাউল সুরে গান!
গ্রামের খেলা যাত্রাপালা যাচ্ছি সবাই ভুলে,
নাড়ির টান আর গ্রামের স্বজন ছিন্ন যে সমূলে!