পুড়ছে যেনো পেঁয়াজ বাজার ছুটছে গায়ের ঘাম,
গুদাম ভরে কারবারিরা বাড়িয়ে দিলো দাম!
আমজনতা থাকুন ক’দিন পেঁয়াজ থেকে দূরে,
পঁচলে পেঁয়াজ; কারবারিরা কাঁদবে মিহি সুরে!