শীতের বুড়ি মেলছে পেখম দিচ্ছে হাওয়ায় দোল,
ছিন্নমূলে লাগবে কাঁপন কাঁপবে মায়ের কোল।
কাঁপবে অনাথ থরথরিয়ে আসছে শীতের রাত,
তাদের তরে শীতের আগেই দাও বাড়িয়ে হাত।