হেমন্ত কাল নিচ্ছে বিদায় আসছে শীতের কাল,
শীত বরণের প্রস্তুতি তাই জড়িয়ে গায়ে শাল!
শীতের মজা পিঠা পায়েস হরেক রকম সবজি,
রসের পিঠে খেতেই পারো ডুবিয়ে হাতের কবজি!