ঘুম থেকে আজ জেগেই দিলাম জোরেসোরে লম্ফ,
উঠলো কেঁপে ঘরবাড়ি সব— শুনি ভূমিকম্প!
ভূমির সাথে কাঁপলো বুঝি ভয়কাতুরে মনটা,
জোরেসোরে কাঁপলে ভূমি ক্যামনে বাঁচাই প্রাণটা!