ফেললো বোমা হাসপাতালে কাঁদছে গাজার প্রাণ,
ইসরাইলের বর্বরতায় ছুটছে চোখের বান!
ফিলিস্তিনে রক্তসাগর দিচ্ছে গায়ে কাঁটা,
ঘুমিয়ে আছে বিশ্ববিবেক চোখে ঠুসি আঁটা!