পানির লেয়ার নামছে নিচে বাড়ছে খরার টান,
প্রকৃতিও গাইছে বুঝি শুষ্কদিনের গান!
খাবার পানির টান পড়েছে টান পড়েছে সেচে,
দিনে দিনে বাড়ছে বিপদ ক্যামনে রবো বেঁচে!