ইফতারিতে ফল খেতে চাও— দামটা যে বেশ চড়া,
বণিক বাবুর সিন্ডিকেটে আঁতাতটা বেশ কড়া!
বাড়তি দামের বাইরে এসে ফল পাবে না কভু,
যতই দেখাও আইন—সাজা দেয়নি যে লাজ প্রভু!