অগ্নিঝরা সাতই মার্চে ভাষণ দিলেন পিতা,
এঁকে দিলেন স্বাধীনতা মুক্তি রচয়িতা!
যুদ্ধজয়ের আগুন জ্বলা ভাষণ শুনে জাতি,
যুদ্ধে গেলো, করতে যে দূর গহীন আঁধার রাতি!