নিজস্ব প্রতিবেদক : যশোরস্থ ৪৯ বিজিবির সদস্যরা চৌগাছা সীমান্ত থেকে ৭শ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে। আজ ১২ টার দিকে চৌগাছা ঐ সীমান্তর মাসিলা বিওপির দায়িত্বপূর্ণ মাঠের মধ্য থেকে স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়। বারগুলো একটি ব্যাগের ভিতরে ছিল।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, তারা গোপনে জানতে পারেন চৌগাছার মাসিলা সীমান্ত দিয়ে সোনা পাচার করার চেষ্টা করা হচ্ছে। এরপর অভিযান চালিয়ে ঐ সীমান্তর ৩৯ পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় সোনারবারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার সোনার মুল্য ৭০ লাখ টাকা। চৌগাছা থানার মাধ্যমে উদ্ধার সোনা ট্রেজারিতে জমা দেয়া হবে।