১১ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
আনিসুর রহমান
চৌগাছায় সন্ত্রাসী হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক :  যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের হামলায় আনিসুর রহমান (৫৫) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগনাথপুর গ্রামের (উত্তরপাড়ায়) বাড়ির পাশের মোড়ে একটি চায়ের দোকানে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বুধবার (৩০ অক্টোবর) সকালে তিনি মারা যান।

মৃত আনিসুর রহমান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি জগনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। ২২ বছর আগে আনিসুরের ভাই সাবেক সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি আশরাফ হোসেন আশাকেও সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিল।

নিহত আনিসুর রহমানের মেজো ভাই পল্লবী ক্লিনিকের মালিক মিজানুর রহমান জানান, ‘আমার ভাই একজন নিরীহ ও গ্রাম্য ডাক্তার, পুকুরে মাছের চাষ আছে’।

তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ির পাশে চায়ের দোকানে বসে চা পান করছিল। দোকানদার আনিসুরকে বসিয়ে রেখে এশার নামাজ পড়তে যায়। এ সময় ৭/৮ জন সন্ত্রাসী আকস্মিকভাবে তার উপর হামলা করে এলোপাথাড়ি মারপিট করে হাত-পা ভেঙ্গে দেয়। দোকানে বসে থাকা একই গ্রামের মৃত মহাসিন বিশ্বাসের ছেলে আব্দুস সালাম (৩০) বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আনিসুরের মৃত্যু হয়। আব্দুস সালাম চিকিৎসাধীন রয়েছেন।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে, যাতে আইন-শৃঙ্খলার কোনো অবনতি না হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের আটকের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram