চৌগাছা প্রতিনিধি :
বিজয়ের ৫১ বছর পূর্তিতে ৩জন বীরমুক্তিযোদ্ধাসহ ৫১জন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষককে সংবর্ধনা দিয়েছে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ চৌগাছা উপজেলা শাখা। শনিবার (১৭ডিসেম্বর) চৌগাছা উপজেলা শিক্ষা ভবনে অনুষ্ঠিত সম্মেলন থেকে এ সংবর্ধনা দেয়া হয়। সম্মেলনে সভাপতি হয়েছেন মেহেদী আল মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন অভীজিৎ কুমার রায়।
উপজেলা প্রাথমিক সমাজের সভাপতি মেহেদী আল মাসুদের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রিয়সাত ইমতিয়াজ, সাব-রেজিস্ট্রার শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ইউআরসি ইন্সট্রাক্টর রোকনুজ্জামান। আলোচক ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার মন্ডল, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফর। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয়, যশোর জেলা ও চৌগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন নির্বাহী সভাপতি নুরুন কবীর উজ্জল, সহ-সভাপতি ৯জন যথাক্রমে মফিজুল আলম, মাসুদুর রহমান, প্রমীলা বালা বিশ^াস, জেসমিন আরা, অলিয়ার রহমান, মজনুর রহমান, আক্তারুজ্জামান, সবেরুল ইসলাম, মামুন শামীম আক্তার লিখন, নয়ন আক্তার। নির্বাহী সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও হারুন অর রশীদ। যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, রাবেয়া সুলতানা লিপি, সুব্রত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক খবির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শিউলী খাতুন ও অলিয়ার রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান, প্রচার সম্পাদক তৌফিক আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সামনুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা, ক্রীড়া সম্পাদক প্রবীর কুমার রায়, সংস্কৃতি সম্পাদক আব্দুর রহমান, গবেষণা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-গবেষণা সম্পাদক আসাদুজ্জামান, সাহিত্য সম্পাদক শাহ জামাল, সহ-সাহিত্য সম্পাদক মুজিবুল ইসলাম, আইসিটি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-আইসিটি সম্পাদক অভীজিৎ কুমার রায়, শিক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক আলমগীর হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক কামাল হোসেন। এছাড়া সেলিম রেজা, আব্দুস সালাম, আব্দুর রহিম, উম্মে শাহানাজ, মামুন কবীর, আশরাফুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, আবুল হাশেম, আশিকুর রহমান ও রাজু আহম্মেদকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।