নিজস্ব প্রতিবেদক, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রদীপ কুমার (৪৫) নামে এক বিদ্যুৎকর্মী মারা গেছেন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত রতন মল্লিকের ছেলে। ঝিনাইদহের মহেশপুরে পল্লী বিদ্যুত অফিসে তিনি চাকরি করেন।
শনিবার খুব সকালে মোটরসাইকেল যোগে তিনি নিজ কর্মস্থল মহেশপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে চৌগাছায় কপোতাক্ষ নদের ব্রিজে কাছে পৌছালে একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি আলমসাধু তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।