চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় আগামীকাল ১১ অক্টোবর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্যে মোবাইল ফেন ব্যবহার বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার প্রধানদের নিয়ে মতবিনিময় সভার পর এই সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এই মতবিনিময় সভার আয়োজন করেন।
এসময় শিক্ষকদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ ছাড়াও প্রতিষ্ঠানে সিসিটিভি স্থাপনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু বক্তব্য রাখেন।
সভার সিদ্ধান্ত মতে, আজ বুধবার থেকে উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মোবাইল ফোন রাখতে বা ব্যবহার করতে পারবে না। আগামী এক মাসের মধ্যে উপজেলার প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি স্থাপন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করতে হবে।
শিক্ষার্থীদের বাল্য বিয়ে নিরুৎসাহিত করতে কর্মসূচি নেয়া এবং প্রতি মাসে প্রধান শিক্ষকরা এ বিষয়ে একটি প্রতিবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন। মাদকের বিষয়ে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে হবে এবং প্রধান শিক্ষকরা এ বিষয়ে নিয়মিত মনিটরিং করবেন।
বিদ্যালয়ে কোন শিক্ষক অনুপস্থিত থাকলে বা অনিয়মে জড়িত থাকলে প্রধান শিক্ষকরা এ বিষয়ে ব্যবস্থা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করবেন।
সভায় সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, মৃধাপাড়া মহিলা কলেজের উপাধ্যক্ষ আলমগীর সিদ্দিকী, এসএম হাবিবুর রহমান পৌর কলেজের প্রতিনিধি আলমগীর কবির, সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, ছারা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান শাহিন, সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, স্বর্পরাজপুর দালিখ মাদরাসার সুপার আম্মাদুল ইসলাম, বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মাড়–য়া স্কুল ও কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক অমেদুল ইসলাম, বাড়িয়ালি হাউলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।