নিজস্ব প্রতিবেদক, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ভাস্কার্য মোড়ে বি, কে প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংকের শাখা উদ্বোধণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান, নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, প্রেসক্লাব চৌগাছার সভাপতি আলমগীর মতিন চৌধুরী, ব্যাংক কর্মকর্তা এস, কে নিয়াজ হাসান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস, এম শফিকুর রহমান শফি, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমুখ।
চৌগাছার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ।