নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার অষ্টম শ্রেণির মাদরাসা ছাত্রী (১৪) অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ধর্ষণের অভিযোগে নাজমুল ইসলাম তদরফদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার আটক নাজমুল ইসলাম ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় জবানবন্দি শেষে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আটক নাজমুল ইসলাম চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের ইমামুল হকের ছেলে।
পিবিআই জানিয়েছে, ওই কিশোরীর পিতা প্রবাসী। তার মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। বাড়িতে একাই থাকতো। ওই কিশোরী এলাকার একটি মাদরাসায় অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। আসামি নাজমুল ওই কিশোরীর আপন চাচাতো ভাই হওয়ায় সে প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। এই সুযোগে গত বছরের ২০ আগস্ট তাকে জোর করে ধর্ষণ করে।
এরপরও বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে। এতে কিশোরীটি অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তার মা বাড়িতে এসে হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা করে চিকিৎসক জানান, তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় তার চৌগাছা থানায় মামলা করেন। ওই মামলাটি পিবিআই তদন্তের দায়িত্ব পায়। পিবিআইয়ের এসআই রেজওয়ান হোসেন আসামি নাজমুলকে আটক করেন। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।