নিজস্ব প্রতিবেদক,চৌগাছা (যশোর) : চৌগাছায় টেকসই তুলা উন্নয়ন প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মাঠে কয়েক’শ তুলা চাষিকে নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন যশোর জোনের তুলা উন্নয়ন কর্মকর্তা জাকির বিন আলম জুয়েল, প্রজেক্ট কো-অর্ডিনেটর হুমায়ুন আহমেদ, কটন ইউনিট অফিসার খন্দকার নজরুল ইসলাম, তুলা চাষী মৃত্যুঞ্জয় বিশ^াস, আব্দুল মান্নান, জামিরুল ইসলাম, আবু হোসেন, আব্দুর রহিম, আব্দুল্লাহ আল মামুন, ইকরাম হোসেন প্রমুখ।
সঞ্চালনা করেন ফিল্ড এক্সিকিউটিভ নূর ইসলাম বনির।