নিজস্ব প্রতিবেদক,চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ইনস্ট্রক্টর, ইউ,আর,সি রোকনুজ্জামান খান, সহকারী শিক্ষা অফিসার নেসার আলী, সংশি¬ষ্ট বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি গোলাম রব্বানী, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহীন প্রমুখ।
]
অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন শামীম আক্তার লিখন। এ সময় পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পৌর কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি পৌর মেয়র ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাব বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।