নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের কাজীপাড়া মানিকতলা ও কচুয়া ইউনিয়নের দেয়াপাড়ায় মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেছেন মোটরসাইকেল প্রতীকের উপজেলার চেয়ারম্যান প্রার্থী এবং তরম্নণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু। শুক্রবার তিনি এসব নির্বাচনী পথসভা করেন। এ সময় তৌহিদ চাকলাদার ফন্টু যশোর সদর উপজেলার উন্নয়নে তার নির্বাচনী ইসতেহারের বর্ণনা দেন।
মোটরসাইকেল মার্কার উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং তরম্নণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু’র সাথে শহরের কাজীপাড়া মানিকতলা লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন শৈবাল, শওকত, তুষার, সাগর, সাজু, সেতু, ওলি, তুহিন, মইদুল, মামুন, তনু প্রমুখ। এদিকে, কচুয়া ইউনিয়নের দেয়াপাড়ায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কচুয়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, নেতা কাজী আব্দুল হান্নান, কাজী রম্নবেল, নুরে আলম সিদ্দিকী পলাশ, তবিবর রহমান, টিটো, ফারম্নখ, জাকির, আনিস, বাবলু, রনি, মিন্টু প্রমুখ।
গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে মোটরসাইকেল প্রতীকের উপজেলার চেয়ারম্যান প্রার্থী এবং তরম্নণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু বলেন, আমি যশোরের সšত্মান। এই সদর উপজেলার মাটি, পানি, বাতাসের মধ্যে আমি বেড়ে উঠেছি। এই উপজেলাবাসীর সুখ, দুঃখ, আনন্দ, বেদনা আমি বুঝি। আমি এই সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। এজন্যই আমি প্রার্থী হয়েছি। আমি আপনাদের দোয়া ভালবাসা ও সমর্থনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এই উপজেলাবাসীর সেবক হিসেবে দায়িত্ব পালন করবো।