চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে তিন কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ফুল বাজারের সামনে একটি বাস তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে যশোর-দর্শনা রুটের একটি বাসে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো কার্টন জব্দ করে। সে কার্টন থেকে তিন কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।