সমাজের কথা ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদপন্থী নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক নেই এবং বিষয়টি ‘ক্লোজড’ বলে জানালেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। ৯ ডিসেম্বর রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, ‘দলে পন্থী বলে কিছু নেই। আমরা রওশন এরশাদকে সম্মান করি। রওশনপন্থীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যে চ্যাপ্টার ক্লোজড, সেটা বারবার কেন আনেন। অনুরোধ করছি বিষয়টা আর আনবেন না, তাহলে আমি কোনো উত্তর দেব না।’
জাপার নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, ‘ইশতেহারে আনুপাতিক হারে নির্বাচন, বেকার সমস্যা বিকেন্দ্রীকরণ, চিকিৎসাসেবার উন্নতি, শিশু অধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।’
আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, ‘এটা শুধু আমাদের দেশে নয়। এ ধরনের আপস অন্যান্য দেশেও হয়। এ বিষয়ে স্থায়ী কোনো কথা বলার সুযোগ নেই। নির্বাচন বা রাজনীতিতে চূড়ান্ত কোনো বিষয় নেই।