চুকনগর প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ভদ্রা নদীর চর দখল করে মৎস্য ঘেরের ভেড়ি নির্মাণ করা হচ্ছে। শনিবার ভোর হতে প্রায় ২০/২৫ জন শ্রমিক নিয়ে ভদ্রা নদীর চর দখল করে ঘেরের ভেড়ি তৈরি করতে দেখাযায়। প্রবাহমান ভদ্রা নদীর কিনারা ঘেষে মাটি ভরাট ও নদী দখল বন্ধের দাবি জানিয়ে এক ব্যক্তি ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
প্রাপ্ত অভিযোগে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের সত্যরঞ্জন রায়ের ছেলে শংকর রায় উলেস্নখ করেন, একই গ্রামের মৃত নির্মল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস ও বিকাশ বিশ্বাস কুলবাড়িয়া বরাতিয়া মৌজার ভদ্রা নদীর কিনারার চর জবর দখল করে ঘেরের ভেড়ি নির্মাণ করছেন। শনিবার ভোরে তিনি লোকজন নিয়ে ঘের তৈরির জন্য ভেড়ি বাঁধ দিতে থাকেন। এ সংবাদে স্থানীয় ইউপি সদস্য পলাশ দাস ঘটনাস্থলে গেলে তারা দ্রম্নত কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে সমীর বিশ্বাস বলেন, সবাই নদীর কিনারা দখল করে ঘের তৈরি করেছেন, তাই তিনিও করছেন।
ডুমুরিয়া উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিনে গিয়ে এ ব্যাপারে পদড়্গপে নেয়া হবে।