নিজস্ব প্রতিবেদক : যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকা হতে অস্ত্র, বিস্ফোরক, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৬টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কুদরত খান ও তার সহযোগী সম্রাটকে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। কুদরত চাঁচড়া রেলগেট এলাকার ফারুক পকেটমারের ছেলে ও তার সহযোগী সম্রাট হোসেন রেলগেট রায়পাড়ার আলিমের ছেলে।
সোমবার রাতে রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
র্যাব—৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আসামি কুদরত খান যশোরের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রায়পাড়া এলাকাল অভিযান চালিয়ে কুদরত ও তার সহযোগী স¤্রাটকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও দু’টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
কুদরত খানের বিরুদ্ধে ২০১২ সালের ৪ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় প্রথম একটি হত্যা মামলা হয়েছিল। তারপর থেকেই যশোরের চিহ্নিত সন্ত্রাসীদের তালিকায় নাম লেখায় কুদরত খান। এরপর থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে বোমা হামলা করে নানা অপরাধ ঘটায়।
পরে অস্ত্রকারবারী হিসেবে পরিচিতি পায় সে। যশোরসহ মাগুরা ও নড়াইল এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে কুদরত। কুদরতের বিরুদ্ধে দু’টি হত্যা মামলা, তিনটি অস্ত্র মামলা, হত্যা চেষ্টা ও চাঁদাবাজির পাঁচটি মামলাসহ মোট ১৬ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়া তার সহযোগী সম্রাট হোসেনের বিরুদ্ধেও দু’টি হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে। গতকাল আটক দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করেছে র্যাব। এদিন তাদের আদালতে সোপর্দ করেছে থানা কর্তৃপক্ষ।